ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

ঢাকায় পুনর্বাসনের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রবাসীরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৩:০৯ পিএম
ছবি: সংগৃহীত

দুবাই ফেরত প্রবাসীরা পুনর্বাসনসহ কর্মস্থলে ফেরার দাবিতে বিক্ষোভ-অবস্থান কর্মসূচি পালন করেছে। সোমবার পাঁচ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি বাধায় সেখানে অবস্থান নেন তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন প্রবাসী শ্রমিকরা।

জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশ নেন দুবাই প্রবাসী অনেক কর্মী। এই অপরাধে আরব আমিরাত সরকার বিভিন্ন মেয়াদে সাজা দেয় এসব প্রবাসী শ্রমিকদের। পরে প্রধান উপদেষ্টার অনুরোধে তাদের মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠায় দেশটি সরকার। তবে দীর্ঘদিন সেখানে কাজ করার পরেও খালি হাতে ফেরত আসায় বিপাকে পড়েছেন এসব প্রবাসী শ্রমিকরা।

সরকারের দ্বারে দ্বারে ঘুরেও পুনর্বাসনের কোন আশ্বাস না পেয়ে সড়কে অবস্থান নেয় দুবাই ফেরত কর্মীরা। সোমবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য তার বাসভবনের দিকে যেতে চাইলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি বাঁধায় পড়ে তারা। এসময় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন প্রবাসী কর্মীরা।

ক্ষতিগ্রস্ত এসব প্রবাসী কর্মীর দাবি ৬ মাস ধরে দেশে ফিরে এসে মানবেতর জীবন যাপন করছেন তারা। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও পুনরায় আরব আমিরাতে প্রবেশে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা বড়ানোর দাবি তাদের।

অবস্থান কর্মসূচি থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। তারা বলেন পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান প্রবাসী কর্মীরা। রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মীরা।