স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল হান্ট অপারেশন ততদিন চলবে যতদিন না শয়তান দূর হয়। এছাড়া এই অপারেশনে শয়তান ছোট বা বড় মাপের কি না তা বিবেচনা করা হবে না।
তিনি আরও বলেন, যারা শয়তান, তারা অবশ্যই অপারেশনে ধরা পড়বে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এছাড়া তিনি ভারতের মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে দেশের সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান প্রতিরোধে জনগণের সহযোগিতা আহ্বান জানান।
সেই সঙ্গে বিডিআর বিদ্রোহে দোষী সাব্যস্ত ব্যক্তিদের চাকরি পুনর্বহাল করার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :