বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

টিকিট রিফান্ড নিয়ে যা জানল বাংলাদেশ রেলওয়ে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৪:৪১ পিএম

টিকিট রিফান্ড নিয়ে যা জানল বাংলাদেশ রেলওয়ে

প্রতীকি ছবি

গত ২৮ জানুয়ারি মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক–সুবিধা দেওয়ার দাবিতে রেলওয়ের স্টাফদের কর্মবিরতিতে বন্ধ ছিল ট্রেন চলাচল। ওই দিন শিডিউলে থাকা যে-সব ট্রেনের যাত্রী টিকিট করেছিলেন তাদের টিকিট রিফান্ড করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনিবার্য কারণে ট্রেন চলাচল স্থগিত থাকায় যে সকল ট্রেন সম্পূর্ণ চলাচল করেনি, সে সকল ট্রেনের টিকিট আজ থেকে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত রিফান্ড করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে সকল যাত্রী ইন্টারনেটের মাধ্যমে এবং স্টেশন কাউন্টার হতে টিকিট ক্রয় করেছিলেন তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে ক্রয়কৃত টিকিট, ওটিপি (OTP) প্রদর্শন পূর্বক রিফান্ড করতে পারবেন। ওটিপি (OTP) প্রদানের জন্য টিকিট ক্রয়ে ব্যবহৃত মোবাইল নম্বরটি সাথে রাখতে হবে।

আরবি/এসবি

Link copied!