ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

এনআইডি তথ্য ফাঁস: শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৪:১১ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ফাঁসের ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চুক্তিবদ্ধ পাঁচটি প্রতিষ্ঠানকে শোকজ করেছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে যে, এসব প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে এনআইডির তথ্য পাচার করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের ডিজি এ এস এম হুমায়ূন কবির। 

বৈঠকের পর এনআইডি মহাপরিচালক জানান, শোকজের জবাবের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত চলছে যে তথ্য পাচারটি ইচ্ছাকৃত ছিল কিনা।

অভিযুক্ত পাঁচটি প্রতিষ্ঠান হলো স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংক। এ সময় এনআইডি সেবা ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মহাপরিচালক।