রাজধানীর সোবহানবাগ থেকে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন। তবে কোন মামলায় দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ।
দীপংকর তালুকদার এমপি পার্বত্য রাঙ্গামাটি আসনের সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি পার্বত্য রাঙ্গামাটি আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আপনার মতামত লিখুন :