কোনো অপরাধীকে ময়দানে দেখতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে রাজারবাগে মানবাধিকার ও পরিবেশ আইন নিয়ে আয়োজিত একটি কর্মশালায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম পরিচালনার জন্য জেলা পর্যায়ের ডিসি ও পুলিশ সুপারদের সমন্বয় করতে হবে। কোনো অপরাধীকে মাঠে থাকতে দেওয়া যাবে না। তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
[33934]
তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের ব্যাপারে বলেন, কোনোভাবেই যেন সন্ত্রাসীরা জামিন না পায়। বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের মাধ্যমে দেশের সন্ত্রাসীদের মূল উৎপাটন করা সম্ভব।
গত শনিবার থেকে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে অভিযান শুরু করে যৌথ বাহিনী, যার মধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে।