শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

ডেভিল হান্ট: অপারেশনের তৃতীয় দিনে আটক ১১৭

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১১:৫৯ এএম

ডেভিল হান্ট: অপারেশনের তৃতীয় দিনে আটক ১১৭

ফাইল ছবি

অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সারাদেশে ১১৭ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ৮১ জন, রংপুরে ২১ জন এবং পাবনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৭, টঙ্গী পশ্চিম থানায় ৮, গাছা থানায় ৬, বাসন থানায় ৯, সদর থানায় ১৯ এবং পুবাইল থানায় ২ জন রয়েছে। এছাড়া গত তিন দিনে গাজীপুরে মোট ২৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া রংপুরে গ্রেপ্তার করা হয়েছে ২১ জনকে, যার মধ্যে রংপুর মহানগরী থেকে ৩ জন এবং বিভাগের আট জেলা থেকে ১৮ জন। এর মধ্যে কুড়িগ্রামে ৬, দিনাজপুরে ৩, ঠাকুরগাঁওয়ে ৬, রংপুরে ২ এবং লালমনিরহাট থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকাল ছয়টা থেকে অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে তিন দিনে মহানগরসহ রংপুর রেঞ্জে ৬৮ জনকে গ্রেপ্তার করা হলো।

এছাড়া, পাবনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আরবি/এফআই

Link copied!