আজ থেকে যমুনা বহুমুখী সেতুতে আর ট্রেন চলাচল করবে না। দীর্ঘ অপেক্ষার পর নতুন নির্মিত যমুনা রেল সেতুতে আজ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে।
যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুরর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন সেতুতে প্রথম ট্রেন হিসেবে রাজশাহী থেকে আসা সিল্কসিটি এক্সপ্রেস বুধবার সকাল ১০টার দিকে যমুনা রেল সেতু অতিক্রম করবে। এর পরবর্তী সময়ে সিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো চলাচল শুরু করবে।
নতুন যমুনা রেল সেতুটি ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ। প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে, তবে আগামী ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর দুটি লাইনে ট্রেন চলাচল শুরু হবে।
এ প্রকল্পের ব্যয় ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা, যার মধ্যে ১২ হাজার ১৪৯ কোটি ২ লাখ টাকা ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
২০২০ সালের আগস্টে এই সেতুর নির্মাণকাজ শুরু হয়, এবং সময়সীমা বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বর করা হয়েছে। তবে যমুনা বহুমুখী সেতুর রেল লাইনে ২০০৮ সালে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতিসীমা কমিয়ে দেওয়া হয়েছিল, যা ট্রেনযাত্রীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই সমস্যা দূর করতে নতুন সেতুটি নির্মাণ করা হয়।