ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

৩৫০০ কোটি টাকার নকশিপল্লী প্রকল্প হবে ২০০ কোটি টাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১০:৪৬ এএম

জামালপুর জেলার নকশিপল্লী প্রকল্প, যা ৩৫০০ কোটি টাকা ব্যয়ে পরিকল্পনা করা হয়েছিল, এখন তা কমিয়ে ২০০ কোটি টাকায় বাস্তবায়ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পটি আগে শেখ হাসিনা নকশিপল্লী নামে পরিচিত ছিল, তবে বর্তমানে নাম পরিবর্তন করে জামালপুর নকশিপল্লী করা হচ্ছে।

এই প্রকল্পের প্রথম পর্যায়ে জমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়নের জন্য ৭২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু পাঁচ বছরেও কাজ শুরু করা যায়নি।

 এখন, প্রকল্পটির খরচ কমিয়ে ২০০ কোটি টাকায় সমাপ্তির পরিকল্পনা করা হচ্ছে, এবং ৫০০ উদ্যোক্তার জন্য নকশিপল্লী তৈরি করার প্রস্তাব দেয়া হচ্ছে, যা আগে ছিল ৩৫০০ উদ্যোক্তার জন্য। 

এই প্রকল্পের মাধ্যমে তাঁতি শিল্প, হস্তশিল্প এবং পাট সম্পর্কিত উদ্যোগীদের জন্য একটি বিশেষায়িত অঞ্চল তৈরির পরিকল্পনা ছিল। তবে, জমি অধিগ্রহণের কারণে অনেক কৃষক এবং স্থানীয়রা উদ্বিগ্ন, কারণ প্রকল্পটির জন্য ৩০০ একর ফসলি জমি নষ্ট করা হবে। 

কৃষকরা জানিয়েছেন, এই জমি ছাড়া তাদের জীবনধারণ সম্ভব নয়, কারণ এখানে তারা বছরে তিনটি ফসল উৎপাদন করেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটির সার্বিক চিত্র পর্যালোচনা করার পর নতুন পরিকল্পনা তৈরি করা হবে। তবে এখনও এই প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।