ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি ফ্লাইট চালুর আশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১০:৫৪ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ এবং ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব অনুমোদন পেয়েছে এবং এটি বর্তমানে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভিয়েতনামের সরকারি এয়ারলাইনস, ভিয়েতনাম এয়ারলাইন্স, এবং একটি প্রাইভেট এয়ারলাইন্স এই ফ্লাইট চালানোর জন্য আবেদন করেছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই প্রস্তাব অনুমোদন করেছে এবং শিগগিরই ফ্লাইট চালু করতে চাচ্ছে। 

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁয়া জানিয়েছেন, তারা আশা করছেন খুব শিগগিরই ফ্লাইট চালু হবে। মঙ্গলবার, ভিয়েতনামের রাষ্ট্রদূত নিউয়েন ম্যান চোং বেবিচকের সদর দপ্তরে এসে বেবিচক চেয়ারম্যানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করার বিষয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় গ্রাউন্ড সার্ভিস এবং এভিয়েশন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে কথা বলা হয়েছে।

বর্তমানে বাংলাদেশ থেকে ভিয়েতনামের দূরত্ব প্রায় ২,১৬৫ কিলোমিটার, এবং বর্তমানে এই রুটে ট্রানজিট সহ ভ্রমণের সময় ৭-৮ ঘণ্টা লাগে। তবে সরাসরি ফ্লাইট চালু হলে গন্তব্যে পৌঁছাতে মাত্র ৩ ঘণ্টার মতো সময় লাগবে। এই ফ্লাইট চালু হলে পর্যটকদের জন্য সুবিধা হবে, ভাড়া কমবে, সময় বাঁচবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে, এমনটা আশা করছেন বিশেষজ্ঞরা।