আয়নাঘর পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১২:৫৬ পিএম

আয়নাঘর পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আজ (১২ ফেব্রুয়ারি) দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৯ জানুয়ারি, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করে, যেখানে তাকে গুমের ঘটনা সম্পর্কে অগ্রগতি জানানো হয়। 

এই তদন্তের অংশ হিসেবে মূলত জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর পরিদর্শন করছেন প্রধান উপদেষ্টা।

রূপালী বাংলাদেশ

Link copied!