ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

এটা বিভৎস দৃশ্য: প্রধান উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৪:০৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও, কচুখেত ও উত্তরা এলাকার আয়নাঘর পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, এটার বর্ণনা দিতে গেলে বলতে হবে এটা বিভৎস দৃশ্য। মনুষ্যত্ববোধ বলতে যে কিছু আছে, সেটা চিহ্নিত করার জন্য বহু গভীরে নিয়ে যাওয়া হয়েছে।

ড. ইউনূস বলেন, প্রতিটি ঘটনা যে ঘটেছে তা এককথায় নৃশংস। যতোটাই শুনেছি, অবিশ্বাস্য মনে হয়েছে। এটা কি আমাদেরই সমাজ? যারা নিগৃহীত হয়েছেন তারা আমাদের সঙ্গে আছেন, তাদের মুখ থেকে শুনলাম, এর কোনো ব্যাখ্যা নেই। বিনা কারণে রাস্তা থেকে তুলে নিয়ে আসা হয়েছিল।

তিনি আরও বলেন, শুনছি, এরকম আয়নাঘরের শাখা সারা বাংলাদেশ জুড়ে আছে। কেউ কেউ বলছে ৭শ’, কেউ বলছে ৮শ’। সংখ্যাও নিরুপণ করা যাচ্ছে না, কতগুলো আছে। গত সরকার সর্বক্ষেত্রে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছে, আয়নাঘর তার একটি নমুনা।

ড. ইউনূস বলেন, এই চূড়ান্ত রূপ দেখলাম, এটা দেশের প্রতিচ্ছবি। গুম কমিশন আমাদের সামনে যেটা নিয়ে এসেছে, সেটা হচ্ছে, কিভাবে সর্বনিম্ন মানবাধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। জাতির জন্য এটা চূড়ান্তরূপে একটি ডকুমেন্ট হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানানো হয়।