চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষিত নির্বাচন দেখতে চান অস্ট্রেলিয়ার আইনপ্রণেতা অ্যাবিজেইল সেলিনা বয়েড ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার সিনেট অধিবেশনে তিনি নির্বাচন কমিশনকে অবিলম্বে একটি নির্বাচন রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।
বয়েড অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের জনগণের উপর স্বৈরশাসন চাপিয়ে দিয়েছে, যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের দমন এবং নির্বাচন ব্যবস্থায় কারচুপির মাধ্যমে পরিচালিত হয়েছে।
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের বিক্ষোভ ও আন্দোলনের পর দেশব্যাপী সহিংসতায় ২,৭৩২ জন নিহত এবং ৩০,০০০ এরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া, তিনি বলেন, র্যাবের কার্যক্রমও অবৈধ হত্যা ও গুমের সাথে জড়িত।
অস্ট্রেলিয়ান আইনপ্রণেতা আরও বলেন, হাসিনা সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, এবং আগামীতে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন, রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ এবং নির্বাচনী স্বচ্ছতা পুনরুদ্ধার করতে হবে।
তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দোষীদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান।
বয়েড বলেন, বাংলাদেশের জনগণ সত্য, বিচার এবং ক্ষতিপূরণ দাবি করছে, এবং এই সরকারকে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।
আপনার মতামত লিখুন :