ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুরে হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৬:৫৪ পিএম

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ঠেকাতে গিয়ে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. কাশেম (১৭) মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বুধবার বিকালে তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৩টার দিকে মারা যান কাশেম। কাশেমের বাড়ি গাজীপুর বোর্ডবাজার এলাকায়, তার বাবা মৃত জামাল হাজী।

গত শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুর নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঠেকাতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যদের অভিযোগ, তারা সেখানে যাওয়ার পর আওয়ামী লীগ ও স্থানীয় লোকজন মাইকিং করে তারে ওপর হামলা চালায়।

গাজীপুর মহানগর পুলিশের এডিসি (উত্তর) রবিউল ইসলাম ওই হামলায় ১৩ জনের আহত হওয়ার খবর দিয়েছিলেন, যাদের মধ্যে থেকে সাতজনকে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি লিখেছেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই।