সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে হয়রানির অভিযোগ ওঠার পর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
এ সিদ্ধান্তটি খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এর যৌথ সভায় গৃহীত হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী সভায় বর্তমান পরিস্থিতি এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা সুরক্ষার জন্য একযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইইনুছ, সাধারণ সম্পাদক ইশতিয়াব আহমেদ নিপু সহ অনেক সাংবাদিক নেতা বক্তব্য রাখেন।
সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায়, চেয়ারম্যানের সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচারণা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং একই সাথে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় একে অপরের সহযোগিতা কামনা করা হয়।