ডিসি সম্মেলন

দ্বিমত থাকায় কার্যপত্রে রাখা হয়নি বহু প্রস্তাব

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৮:৫৫ এএম

দ্বিমত থাকায় কার্যপত্রে রাখা হয়নি বহু প্রস্তাব

ফাইল ছবি

আগামী ১৬ ফেব্রুয়ারি (রোববার) থেকে শুরু হচ্ছে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। ১৮ ফেব্রুয়ারি (বুধবার) পর্যন্ত চলবে এই সম্মেলন। এবারের সম্মেলনে ৩৫৩টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। তবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ দ্বিমত করায় এবং আগের ডিসি সম্মেলনে উপস্থাপিত হওয়ায় অনেক প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে এক হাজার ২৪৫টি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়ে। এর মধ্যে ৩৫৩টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে, যা সম্মেলনে আলোচনা করা হবে।

১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করবেন এবং পরে নৈশভোজে মিলিত হবেন।

দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তবে এবার রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ রাখা হয়নি।

এবার ডিসি সম্মেলনে মোট ৩৪টি কার্য-অধিবেশন হবে, যা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে পরিচালিত হবে। এসব অধিবেশন ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তবে, মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে কার্য-অধিবেশন এবং সমাপনী অধিবেশন নতুন ভবনে হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ সম্মেলন করে ডিসি সম্মেলনের বিস্তারিত জানাবে। প্রতি বছর ডিসি সম্মেলন সরকারের নীতিনির্ধারক এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আয়োজন করা হয়। বিশেষ করে, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় এই সম্মেলনটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!