ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১০:৫৭ এএম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা এলাকায় বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এক অজ্ঞাত নারী একটি মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। 

ঘটনাটি ঘটে যখন ওই নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন আহমেদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পোস্তগোলা ব্রিজের উপর থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে, তবে প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।