অন অ্যারাইভাল ভিসা কার্যক্রমে চুক্তিতে থাকা দেশগুলোর নাগরিকরা এখন থেকে বিমানবন্দরে ১০ মিনিটে অনএরাইভাল ভিসা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনলাইনে অন অ্যারাইভাল ভিসা কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা। উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ৩০ দিনের জন্য এই ভিসা দেয়া হবে। ইইউ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ১৪ দেশের নাগরিকরা এই সুবিধাপ্রাপ্তির আওতায় থাকবেন। আগে অন অ্যারাইভাল ভিসা পেতে বিদেশি নাগরিকদের ৪০ মিনিট থেকে এক ঘণ্টা অপেক্ষা করতে হতো। বর্তমানে তারা মাত্র ১০ মিনিটে অন অ্যারাইভাল ভিসা হাতে পাবেন।
তিনি আরও বলেন, পাসপোর্টে ভেরিফিকেশন সহজ করার পাশাপাশি আবেদনে জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে ৯৯৯ এ জানানোর নির্দেশ দেন উপদেষ্টা।
এসময় র্যাব বিলুপ্ত করার পাশাপাশি বিজিবিকে শুধু সীমান্ত রক্ষাকারী ও ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার দায়িত্বে রাখা— এই তিন সেক্টরের পেশাদার ভূমিকা নিয়ে জাতিসংঘ যে সুপারিশ করেছে, সেটিকে অন্তর্বর্তী সরকার স্বাগত জানিয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
আপনার মতামত লিখুন :