ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৬:৫৪ পিএম

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই চার্টার বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ এ অংশগ্রহণকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যার অংশ হিসেবে জুলাই চার্টার বাস্তবায়িত হলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, নির্বাচনের জন্য নির্বাচনী তফসিলের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ভোটারদের সকল অধিকার সুরক্ষিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

প্রফেসর ইউনূসের দুবাই সফরের আগেই তিনি জানিয়েছিলেন যে, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আন্তর্জাতিক মহলে জানানো হবে। সফর শেষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!