গাজীপুর মহানগরীর গাছা থানার হারিকেন কারখানা এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পোশাক শ্রমিক হারিস মিয়া (৫০) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গত মঙ্গলবার গাজীপুর থেকে পোশাক শ্রমিক হারিস মিয়ার শরীরে ৮৮ শতাংশ দগ্ধ, তার স্ত্রী পোশাক শ্রমিক আয়েশা আক্তারের শরীরে ৯০ শতাংশ ও তাদের ছেলে মইনুল ইসলামের শরীরে ৮৫ শতাংশ দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করানো হয়। তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন হারিস মিয়া মারা যান। দগ্ধের পরিমাণ বেশি থাকায় অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত ১৫ এপ্রিল মঙ্গলবার সকালের দিকে গাজীপুর মহানগরীর গাছা থানার হারিকেন এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের স্বামী—স্ত্রী ও তাদের একমাত্র সন্তানসহ তিনজন দগ্ধ হয়।
গুরুত্বর দগ্ধ অবস্থায় হারিস মিয়ার স্ত্রী ও তার সন্তানের জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলে। চিকিৎসাধীন মারা গেছেন হারিস মিয়া। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
গাজীপুর মহানগরের গাছা থানা ওসি আলী মোহাম্মদ রাশেদ হারিসের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :