তুরাগ থানাধীন নলভোগ মৌজায় অবস্থিত রূপায়ন হাউজিং এস্টেটের ২ দশমিক ৩৩৫ একর জায়গার ভূমি ব্যবহার ছাড়পত্র বাতিল করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
এই বিপুল আয়তনের জায়গাটির দাগগুলো হলো- ৫২৪৬, ৫২৪৭, ৫২৫৩, ৫২৫৫, ৫২৬১, ৫২৬৩, ৫২৬৪, ৫২৬৫, ৫২৬৬, ৫২৬৭, ৫২৬৮, ৫২৬৯, ৫২৭০ ও ৫২৭১।
জানা গেছে, ভাওয়াল এস্টেটের মালিকানাধীন জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
রূপায়ন হাউজিং এস্টেট ও ঢাকা উত্তর বিএনপি নেতা মোস্তফা জামান এ নিয়ে পৃথক দুইটি দেওয়ানি মামলা করেন যুগ্ম জেলা জজ আদালতে।মামলা নং-৬১৬/১৩ এবং ০৫/১৩।
বিজ্ঞ আদালত জায়গাটিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন।
মোস্তফা জামান অভিযোগ করেন, রূপায়ন বিষয়টি গোপন করে পতিত আওয়ামী সরকারের আমলে প্রভাব খাটিয়ে রাজউক থেকে ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদন করিয়ে নেন।
সরকার পতনের পর রাজউক চেয়ারম্যানকে বিষয়টি বিস্তারিত জানালে তিনি নকশা এবং ছাড়পত্র বাতিলের নির্দেশনা দেন। সেই পরিপ্রেক্ষিতে সেটি বাতিল হলো।
তিনি বলেন, অপর পক্ষ বিরোধীয় জায়গাটিতে স্থাপনা তৈরি করেছিল। রাজউক চেয়ারম্যান কথা দিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে।
এদিকে রাজউক উত্তরা জোনাল অফিসের (জোন-১) উপ-নগর পরিকল্পনাবিদ মো. আবু কাউছার স্বাক্ষরিত গতকাল ছাড়পত্র বাতিলের চিঠিতে জানানো হয়, ভূমি ব্যবহার ছাড়পত্রের ৫নং শর্ত ভঙ্গের কারণে ছাড়পত্রটি বাতিল করা হলো।