ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

সময় কমেছে বইমেলার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত

ছুটির দিনে বইমেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাত উপলক্ষ্যে মেলার কার্যক্রমের  আগেভাগেই শেষ হবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ হবে বইমেলার কার্যক্রম। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান: প্রেক্ষাপট ও অভিমুখ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সারোয়ার তুষার। আলোচনায় অংশগ্রহণ করেন যোবায়ের আল মাহমুদ এবং নুসরাত সাবিনা চৌধুরী। সভাপতিত্ব করেন মাহবুব মোর্শেদ।

[32365]

‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি ফাতিমা তামান্না ও কবি মুহাম্মদ আবদুল বাতেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রবিউল আলম ও নাসিম আহমেদ।

এদিকে, অমর একুশে বইমেলার ১৩তম দিনে ৮৫টি নতুন বই এসেছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।