ভারতের আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় পুরোদমে চালু করতে সম্মত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ শুরু হবে। গত তিন মাস ধরে বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার পর এবার আদানি পাওয়ার পূর্ণ সরবরাহ নিশ্চিত করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে, বাংলাদেশ সরকারের তরফ থেকে বিদ্যুৎ সরবরাহের সঙ্গে কিছু ছাড় ও কর সুবিধা চাওয়া হলেও আদানি পাওয়ার তা প্রত্যাখ্যান করেছে।
গত বছরের ৩১ অক্টোবর বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছিল আদানি পাওয়ার। বৈদেশিক মুদ্রার সংকট ও বিল পরিশোধে দেরির কারণে তখন বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছিল। এরপর শীতকালীন সময়ে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালু ছিল, তবে গ্রীষ্মকালীন চাহিদা বাড়তে থাকায় সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের জন্য আদানি পাওয়ার রাজি হয়েছে।
এছাড়া, বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) তাদের আরো কিছু অনুরোধ, যেমন ছাড় ও কর সুবিধা, আদানি পাওয়ার মেনে নিতে রাজি হয়নি। তবে উভয় পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।
এ বিষয়ে বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং আদানি পাওয়ারের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সম্প্রতি রয়টার্সকে এক মুখপাত্র জানিয়েছিলেন, এখন আর বড় কোনো সমস্যা নেই, বিদ্যুৎ সরবরাহ শিগগিরই শুরু হবে।
বর্তমানে, আদানি পাওয়ারকে প্রতি মাসে ৮৫ মিলিয়ন ডলারের বেশি বিদ্যুৎ কেনার জন্য পরিশোধের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :