তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন রোববার (১৬ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে। সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সম্মেলনটি রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা তার কার্যালয়ের শাপলা হলে উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে একটি মুক্ত আলোচনা করবেন। সম্মেলনের প্রথম দিন শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (BASA) এর সঙ্গে এক সভায় অংশগ্রহণ করবেন। রাতের শেষে প্রধান উপদেষ্টা ডিসিদের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন।
দ্বিতীয় দিনে, ডিসিরা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর সন্ধ্যায় প্রধান বিচারপতির আমন্ত্রণে তারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আপ্যায়নে অংশ নেবেন। তবে, এবারের সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ রাখা হয়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম জানিয়েছেন, সম্মেলন উপলক্ষে বিভাগীয় কমিশনার এবং ডিসিদের কাছ থেকে এক হাজার ২৪৫টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে ৩৫৩টি প্রস্তাব সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো আলোচনার জন্য উত্থাপিত হবে।
প্রতি বছর সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য ডিসি সম্মেলন আয়োজন করা হয়। এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :