বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

হজের জন্য নির্ধারিত বিমান ভাড়ার বেশি টাকা নেওয়ার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০২:৫৫ পিএম

হজের জন্য নির্ধারিত বিমান ভাড়ার বেশি টাকা নেওয়ার সুযোগ নেই

ধর্ম উপদেষ্টা ড. এফ এম খালিদ হোসেন বলেছেন, হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়ার বেশি টাকা নেওয়ার সুযোগ নেই। যদি কোনো এজেন্সি হজযাত্রীদের প্রতারণা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার রাজধানী পুরান পল্টনে বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের আয়োজনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি তার বই ইসলামিক রুলস এর কভারের মোড়ক উন্মোচন করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড. খালিদ হোসেন জানান, যারা হজযাত্রীদের প্রতারণা করবে তাদের লাইসেন্স এবং ডিপোজিট বাতিল করা হবে। যদি প্রয়োজন হয়, তবে রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে।

তিনি আরও জানান, এবারের হজের জন্য বিমান ভাড়া ১ লাখ ৪৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং এজেন্সিগুলো কোনভাবেই এই ভাড়ার চেয়ে বেশি টাকা নিতে পারবে না। আগামী বছর থেকে, হজ এজেন্সিগুলোর জন্য এক হাজারের কম হজযাত্রী পাঠানোর অনুমতি থাকবে না।

এছাড়া, যারা হজের টিকিট আগে বুক করতে চায়, তাদেরকে যাত্রীর নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে বুকিং করতে হবে এবং এই বুকিং তিন দিনের বেশি রাখা যাবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, ইসলামিক আরাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এ. সালাম খান সহ অনেকে।

রূপালী বাংলাদেশ

Link copied!