চলচ্চিত্র শিল্পের সমস্যা চিহ্নিত করা হয়েছে: ফারুকী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৩:৩১ পিএম

চলচ্চিত্র শিল্পের সমস্যা চিহ্নিত করা হয়েছে: ফারুকী

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

চলচ্চিত্র শিল্পের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি আশা প্রকাশ করেন, দায়িত্বকালীন সময়ের মধ্যেই সমস্যাগুলোর সমাধানে কাজ শুরু করতে পারবেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শিল্পকলা একাডেমিতে ঢাকা বিভাগের চলচ্চিত্র ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ফারুকী।

তিনি বলেন, বাংলাদেশে অনুদানের সিনেমা মানুষ দেখে না। রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে একটি নির্দিষ্ট তহবিল তৈরি করে সিনেমা বানানো উচিত।

ফারুকী আরও বলেন, দেশে একটি নতুন প্রজন্ম গড়ে উঠেছে, যারা সংস্কৃতিমনা এবং রাষ্ট্রের কোনো সহযোগিতা ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে গল্প বলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!