ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

২৪ ঘণ্টায় ডেভিল হান্টে গ্রেপ্তার ৪৭৭ জন

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৭:০৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্টের পাশাপাশি অন্যান্য অপরাধে ৮৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে  এক হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি/চাকু, দুটি রামদা/দা এবং তিনটি হেমার উদ্ধার করা হয়েছে।

[34400]

গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৪ হাজার ৪৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।