অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, এই পথচলায় বাংলাদেশের জনগণ এবং বিশ্ব সম্প্রদায়ের সমর্থন রয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠককালে অধ্যাপক ইউনূস এ কথা বলেন। বৈঠকটি এখনও চলছে।
আসরের নামাজের বিরতির সময় প্রধান উপদেষ্টার এই বক্তব্য সাংবাদিকদের জানান তাঁর প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। এটা প্রস্তুতিমূলক সভা।
প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষেরা আছেন। আজ একটি মহৎ উদ্যোগ শুরু হলো। আজকের দ্বিতীয় যাত্রার মধ্যদিয়ে আমরা কী রকমের বাংলাদেশ চাই তা নির্ধারিত হবে।
এছাড়া ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও প্রশাসনের চালানো নৃশংসতার তথ্য জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূস বলেন, জাতিসংঘের যে প্রতিবেদনটি এসেছে, তার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পেরেছে যে কেমন নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন হাসিনা।
এ সময় তিনি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সমর্থন রয়েছে বলেও জানান। এদিকে, নির্বাচন আয়োজন নিয়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ রাজনৈতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। আজ বেলা তিনটার পর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।
আপনার মতামত লিখুন :