শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
মসিকে

উন্নয়ন প্রকল্পের বিল বেশি দেখিয়ে টাকা উত্তোলন, অভিযানে দুদক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৩:৫০ পিএম

উন্নয়ন প্রকল্পের বিল বেশি দেখিয়ে টাকা উত্তোলন, অভিযানে  দুদক

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ সিটি করপোরেশনে সড়ক উন্নয়ন, ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের প্রতিনিধিদল সিটি করপোরেশনে অভিযান শুরু করে।

দুদক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ মার্চ আলী আহাম্মদ নামের সি কে ঘোষ রোড এলাকার একজন বাসিন্দা দুদকের ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, উন্নয়নের প্রকল্পের কাজ যতটুকু হয়েছে, তার চেয়ে বেশি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে।

সূত্র জানায়, ২০১৮ সালে ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার মানুষের চাহিদা বিবেচনায় সরকার ২০২০ সালের ৭ ডিসেম্বর বিশেষ প্রকল্প অনুমোদন দেয়। ১ হাজার ৫৭৫ কোটি টাকা ব্যয়ে সিটি করপোরেশন সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ’ শীর্ষক প্রকল্পের কাজ ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। পরে এক বছর বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় ধরা হয়েছে।

ময়মনসিংহ সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া বলেন, সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়নকাজে অনিয়মের অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য প্রতিটি কাজ মুল্যায়ন ও যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে অনিয়ম পাওয়া গিয়েছে কিনা এ বিষয়ে এখনই মন্তব্য করতে অপারগতা জানান।

ময়মনসিংহ সিটি করপোরেশন প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, দুদকের অভিযান সম্পর্কে তারা আগে থেকে অবগত না। এভাবে অভিযান পরিচালনা করে সিটি করপোরেশনের মান ক্ষুন্ন হয়েছে। তারপরেও দুদকের চাহিদার প্রেক্ষিতে আমাদের পক্ষ হতে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। কাজ শেষ না করে কোন ঠিকাদারকে বিল দেওয়ার অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন।

আরবি/এসবি

Link copied!