‘জুলাই অভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য করা হবে না’

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৮:৩৩ এএম

‘জুলাই অভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য করা হবে না’

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার করা হলে তা সহ্য করা হবে না।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।

আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে লেখেন, “রাজনৈতিক স্বার্থে অনেকেই অনেক কিছু বলছেন, বলুক। তাতে কোনো আপত্তি নেই। কিন্তু জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে ইতিহাস বিকৃত করা চলবে না।”

উপদেষ্টা আরও লেখেন, “এই প্রজন্মের রক্তের অর্জন, ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে মিথ্যাচার সহ্য করব না। অন্যান্য বিষয় নিয়ে চুপ থাকলেও, এটি নিয়ে চুপ থাকা সম্ভব নয়।”

স্ট্যাটাসের শেষে, তিনি মিথ্যাচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ইতিহাসের সাথে খেলা বন্ধ করুন।”

আরবি/এফআই

Link copied!