ঢাকা-দিল্লি বৈঠক

কী আলোচনা হলো তৌহিদ-জয়শঙ্করের?

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৮:৫৫ এএম

কী আলোচনা হলো তৌহিদ-জয়শঙ্করের?

ছবি: সংগৃহীত

ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ–ভারত সম্পর্ক ইতিহাসের সবচেয়ে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্কের এই চ্যালেঞ্জগুলো দু’টি দেশই স্বীকার করেছে এবং তা মোকাবিলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের (ইন্ডিয়ান ওশান কনফারেন্স) ফাঁকে তাদের এই বৈঠক হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৌহিদ হোসেন এবং জয়শঙ্কর দুই দেশের পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে গত বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের আলোচনার প্রসঙ্গ উঠে আসে। এছাড়াও, গত ডিসেম্বরে ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এবং ১০ ও ১১ ফেব্রুয়ারি দিল্লিতে জ্বালানি উপদেষ্টার সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি আলোচনা করা হয়।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া সীমান্তরক্ষীদের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং সমাধান আসবে।

বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ হলো। আলোচনার মূল বিষয় ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিমসটেক।’

আরবি/এফআই

Link copied!