রাজধানীর ২৫টি পয়েন্টে মাংস বিক্রি করবে সরকার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১০:০৯ পিএম

রাজধানীর ২৫টি পয়েন্টে মাংস বিক্রি করবে সরকার

ছবি: সংগৃহীত

রমজানের প্রথম দিন থেকে রাজধানীর ২৫টি পয়েন্টসহ সারাদেশে ‘সুলভ মূল্যে’ মাংস, ডিম ও দুধ বিক্রি করবে সরকার। যা পয়লা রোজা থেকে শুরু হয়ে ২৮ রোজা পর্যন্ত চলবে।

সোমবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘আসন্ন রমজান মাসে কর্তৃক গৃহীত কার্যক্রম এবং বিগত ৬ মাসে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি’ বিষয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফরিদা আখতার কথা বলেন। আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় দক্ষিণ বারিধারা আবাসিক এলাকা (ডিআইটি প্রজেক্ট), মেরুল বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে রোজাকে সামনে রেখে এই কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তিনি ।

ফরিদা আখতার বলেন, “রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার নিমিত্তে পহেলা রমজান থেকে ২৮শে রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারাদেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।”

তিনি বলেছেন, রোজায় ড্রেসড ব্রয়লার মাংস কেজি প্রতি ২৫০ টাকায়, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে।

প্রতিদিন অন্তত ৬০ হাজার পিস ডিম, ৬ হাজার লিটার পাস্তুরিত দুধ, ২ হাজার কেজি ড্রেসড ব্রয়লার এবং ২ হাজার থেকে আড়াই হাজার কেজি গরুর মাংস বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ফরিদা আখতার।

রাজধানীর যেসব স্থানে মিলবে

সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড), খামারবাড়ি (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), নয়াবাজার (পুরান ঢাকা), বনশ্রী, হাজারীবাগ (সেকশন), আরামবাগ (মতিঝিল), কড়াইল বস্তি (বনানী), কামরাঙ্গীর চর, খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে), নাখাল পাড়া (লুকাস মোড়), সেগুন বাগিচা (কাঁচা বাজার), বসিলা (মোহাম্মদপুর), উত্তরা (হাউজ বিল্ডিং), রামপুরা (বাজার), মোহাম্মদপুর (বাবর রোড), কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে), শাহাজাদপুর (বাড্ডা), মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার) এবং কাকরাইল।

 

রূপালী বাংলাদেশ

Link copied!