ঢাকা রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১১:৪৮ এএম
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। মহানগর ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর সচিব পদে নিয়োগ পান। এর আগে তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালন করেন।

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারত চলে যাওয়ার পর জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার।