ছাত্রলীগ কর্মী এখন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি!

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১২:৪৯ পিএম

ছাত্রলীগ কর্মী এখন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি!

ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের লালপুরে আব্দুলপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছাত্রদলের সভাপতি হিসেবে স্থান পেয়েছেন।

ছাত্রলীগ থেকে আসা ছাত্রদলের সভাপতি নাম শাকিল হোসেন।

নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাকিব হাসান বলেন, শাকিল আব্দুলপুর কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি বিগত সময়ে ছাত্রলীগের সকল কর্মসূচিতে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সক্রিয় ছিলেন। অবিলম্বে তাকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল হোসেন বলেন, আমরা পারিবারিকভাবে বিএনপি করি। নতুন কমিটি হলে এমন অভিযোগ উঠতেই পারে। বিগত সময়ে ছাত্রলীগের কোন পদেও ছিলাম না, কর্মসূচিতে ছিলাম না। এমনিতেই কলেজের বিভিন্ন প্রোগ্রাম সাধারণ ছাত্র হিসেবে বক্তব্য রেখেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে প্রতিপক্ষরা।

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারফ ইসলাম সৃজন বলেন, কারো বিরুদ্ধে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা পেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/এসআর

Link copied!