ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৬:০৫ পিএম
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের এলাইনমেন্ট (নদ্দা) থেকে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এই সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকার নিচের এলাকাগুলিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে-

গ্রামীণফোন প্রধান কার্যালয়
নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়
ইউনিক হোটেল
যুক্তরাষ্ট্র দূতাবাস
অনন্ত এনার্জি রিসোর্স
পিনাকল পাওয়ার
প্রগতি সিএনজি
কুড়িল বিশ্বরোড থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত এলাকাগুলো
এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।