মাতৃভাষা দিবসে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১২:৫৯ পিএম

মাতৃভাষা দিবসে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র‍্যাব শহীদ মিনারে নিরাপত্তা জোরদার করেছে এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মুত্তাজুল ইসলাম এ তথ্য জানান।

র‍্যাবের পরিকল্পনা অনুযায়ী, ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং শহীদ মিনারসহ অন্যান্য এলাকা পর্যাপ্ত সুরক্ষায় সজ্জিত থাকবে।

র‍্যাবের বিশেষ নিরাপত্তা পদক্ষেপের মধ্যে রয়েছে:

  • শহীদ মিনারে চেকপোস্ট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা।

  • সাইবার মনিটরিং টিমের মাধ্যমে ভার্চুয়াল জগতে গুজব বা উসকানিমূলক তথ্য প্রতিরোধ করা।

  • মহিলা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক দৃষ্টি রাখা এবং ইভটিজিং রোধে তৎপর থাকা।

  • ভিডিও সুপারভেইল্যান্সের মাধ্যমে শহীদ মিনারের নিরাপত্তা বৃদ্ধি করা।

এছাড়া, জনগণকে কোনো প্রকার বিশৃঙ্খলা হলে র‍্যাবের টহল ইনচার্জ বা স্থানীয় ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

আরবি/এফআই

Link copied!