ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

যাত্রাবাড়ীতে সংঘর্ষের ঘটনায় আহত ৩৫ জন ঢামেকে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৬:১৪ পিএম

যাত্রাবাড়ীতে সংঘর্ষের ঘটনায় আহত ৩৫ জন ঢামেকে

ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানীর যাত্রাবাড়ীতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, শহিদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত তারা ঢামেকের জরুরি বিভাগে আসেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রাবাড়ীতে তিন কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিকেল পর্যন্ত ৩৫ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এদিকে, সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে রয়েছে পুলিশ, র‌্যাব ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা। অন্যদিকে সংঘর্ষে জড়ানো তিন কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বৈঠকে বসার কথা রয়েছে।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে শহিদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা।

পরে দুপুর ১টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহিদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ছাড়াও সংঘর্ষ ঘটে। এতে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ী এলাকা। ওই ঘটনায় অনেকে আহত হলে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন পুলিশ, র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা।

এদিন, সকাল থেকেই পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। পরে তারা যাত্রাবাড়ীর দিকে রওনা হয়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে স্লোগান দিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা-ভাঙচুর চালায় শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, রোববার (২৪ নভেম্বর) ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহিদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। ওই ঘটনার জেরে সোমবার যাত্রাবাড়ীতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, শহিদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরবি/ এইচএম

Link copied!