ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৮:০৭ পিএম
ফাইল ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে প্রবেশের জন্য একটি নতুন নীতিমালা প্রণয়ন করেছে। এই নতুন নীতিমালায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর এবং অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সচিবালয়ে প্রবেশের পদ্ধতি আরও নির্ভুল এবং নিরাপদ করা হয়েছে। নতুন নীতিমালার মূল দিকগুলো হল-

কার্ড রিডার স্ক্যানিং ও নিরাপত্তা চেকিং
কর্মকর্তা/কর্মচারীদের সচিবালয়ে প্রবেশের আগে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তাদের দেহ স্ক্যান করা হবে, এবং তাদের সাথে থাকা ব্যাগ/বস্তু স্ক্যানারে স্ক্যান করতে হবে।

প্রবেশের জন্য কার্ড রিডার ব্যবহার
কার্ডধারীরা গেট দিয়ে প্রবেশের সময় শুধুমাত্র কার্ড রিডার স্ক্যানিং ব্যবহার করে নির্দিষ্ট গেটে প্রবেশ করবেন।

গাড়ি দিয়ে প্রবেশ
কার্ডধারী কর্মকর্তা/কর্মচারী/ব্যক্তিরা গাড়ি নিয়ে প্রবেশের আগে ডিজিটাল সিস্টেমে কার্ড স্ক্যান করে প্রবেশ করবেন।

কিউআর কোড ব্যবহারের মাধ্যমে প্রবেশ
সংশ্লিষ্ট ব্যক্তিরা কিউআর কোড রিডারের মাধ্যমে তাদের কিউআর কোড স্ক্যান করে প্রবেশের অনুমতি পাবেন। গাড়ি নিয়ে প্রবেশের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রযোজ্য।

দর্শনার্থীদের নিয়ন্ত্রণ
দর্শনার্থীরা শুধুমাত্র যেই মন্ত্রণালয়/বিভাগে অনুমতি পাবেন সেখানে যেতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সচিবালয় ত্যাগ করতে হবে। প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিয়ন্ত্রণ করা হবে।

নিরাপত্তা তল্লাশি
স্ক্যানার, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, সিসিটিভি, আন্ডার ভেহিক্যাল সার্ভিল্যান্স সিস্টেম, ভেপার ডিটেক্টর/ডগ স্কোয়াড ইত্যাদি ব্যবহার করে ব্যক্তিদের এবং যানবাহনগুলো নিরাপত্তা কর্মী দ্বারা তল্লাশি করা হবে।

অস্ত্র নিষেধাজ্ঞা
সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের অস্ত্র, ব্যক্তিগত লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র, বিস্ফোরক দ্রব্যসহ কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তবে নিরাপত্তা কাজে ব্যবহৃত সরকারি অস্ত্রের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

প্রবেশ পাসের ধরনের ধরণ
স্থায়ী প্রবেশ পাসের জন্য যোগ্য ব্যক্তিরা

সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী।
উপসচিব ও তদুর্ধ্ব কর্মকর্তাগণ।
অবসরপ্রাপ্ত সচিবগণ।
মন্ত্রী/উপদেষ্টা/প্রতিমন্ত্রীদের একান্ত সচিব ও সহকারী সচিব।
কেন্দ্রীয় পরিবহন পুলের গাড়িচালকরা।


অস্থায়ী প্রবেশ পাসের জন্য যোগ্য ব্যক্তিরা

সচিবালয়ের বাইরে কর্মরত সরকারের কর্মকর্তাগণ।
এই নতুন নীতিমালার মাধ্যমে সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী এবং নিরাপদ হবে।