বিপিএম পিপিএম হওয়ার জন্য জঙ্গি নাটক সাজিয়েছে: প্রেস সচিব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১০:৪৯ পিএম

বিপিএম পিপিএম হওয়ার জন্য জঙ্গি নাটক সাজিয়েছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, বিপিএম (বাংলাদেশ পুলিশ মিডেল) পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) হওয়ার জন্য পুলিশ কিছু জঙ্গি নাটক সাজিয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের মোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘হৃদয়ে জুলাই ৩৬’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, জার্মানে এক ভদ্র মহিলা এবং বাংলাদেশের এক সাংবাদিক মিলে এই বিষয়ে গভীর এবং ভালো একটি গবেষণা করেছেন। তারা মেয়েদের যে সব কেস দেখেছেন, তার মধ্যে ৮০ শতাংশ কেস ভুয়া। অনেক পুলিশ সদস্য ঢাকায় ট্রান্সফার হওয়ার জন্য এসব জঙ্গি নাটক সাজিয়েছে।

এ সময় তিনি আরও বলেন, আমাদের গবেষকরা এসব বিষয় নিয়ে কাজ করা উচিত। শেখ হাসিনা ১৫ বছর ধরে যে কাজ করেছেন এবং যে অন্যায়-অবিচার হয়েছে, তা নিয়ে লিখতে হবে। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে, তাকে হেয় করা হয়েছে এবং টিভিতে হাসাহাসি করা হয়েছে।

শফিকুল আলম বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যে ঘটনা ঘটেছে, তার কোনটাই যেন আমরা ভুলে না যাই। যদি আমরা তাঁদের ভুলে যাই, তাহলে স্বৈরাচারকে সমর্থন করা হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘হৃদয়ে জুলাই ৩৬’ বইয়ের লেখক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, প্রকাশকসহ আরও অনেক অতিথি।

রূপালী বাংলাদেশ

Link copied!