নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা মো. শাকিল হোসেন এখন নাটোরের সিংড়া কলম ডিগ্রি কলেজ সভাপতি করা হয়েছে। এ পদ নিয়ে রাজনৈতিক বিভিন্ন অঙ্গনে চলছে তীব্র সমালোচনা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মো. শাকিল হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলম ইউনিয়নের উপ-ক্রীড়া সম্পাদক পদে রয়েছে।
কলম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল হোসেন জানান, আমাদের এলাকার এক ছাত্রলীগ নেতা ওই কমিটিতে আমার নাম দিয়েছিল। কিন্তু বিষয়টি আমি জানতাম না। আর বিগত সময়ে এলাকাভিত্তিক রাজনীতির কারণে ছাত্রলীগের একটি প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানকার একটি ছবিই এখন ভাইরাল হয়েছে। বিষয়টি আমি অস্বীকার করছি না। কিন্তু আমরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এটা এলাকার সবাই জানে।
নাটোর জেলা ছাত্রদলের সাধিরণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন জানান, দীর্ঘ অনেক বছর ছাত্র সংগঠনের কোনো কমিটি ছিল না। যার কারণে কে কোন দলের সঙ্গে যুক্ত ছিল তা জানা খুব কষ্টসাধ্য ছিল। বিষয়টি আমরা ফেসবুকের মাধ্যমে জেনেছি। এবং সঙ্গে সঙ্গে আমরা নেতৃবৃন্দ ওই কলম ডিগ্রী কলেজের ছাত্রদলের কমিটি বাতিল করেছি।
আপনার মতামত লিখুন :