আগামী বাংলাদেশের ভিত্তি তৈরি করবে ছাত্র-জনতা: সারজিস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৮:৪৮ এএম

আগামী বাংলাদেশের ভিত্তি তৈরি করবে ছাত্র-জনতা: সারজিস

ছবি: সংগৃহীত

১৯৪৭ থেকে ১৯৫২, ১৯৭১ থেকে ২০২৪—একই সূত্রে গাঁথা জানিয়ে জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, ‘২৪-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং ৫২ ও ৭১-এর প্রেরণায়, আমাদের তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা একত্রিত হয়ে আগামী বাংলাদেশের ভিত্তি তৈরি করবে। এটাই আমাদের আজকের দৃঢ় প্রতিজ্ঞা।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

সারজিস আরও জানান, ‘আমরা আমাদের মহান শহীদ দিবসে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি। ১৯৫২ সালে আমাদের পূর্বসূরিরা ভাষার দাবিতে রাজপথে নেমেছিলেন। তাদেরও বাধা দেওয়া হয়েছিল, তাদের প্রতিরোধ করা হয়েছিল। কিন্তু যখন দাবি ছিল যৌক্তিক, তখন রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠিত করেছি।’

জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক বলেন, ‘ঠিক একইভাবে, ২০২৪ সালে যখন বাংলাদেশের ছাত্র-জনতা রাজপথে নেমেছে, তখন আমাদেরও বাধা দেওয়া হয়েছে, প্রতিরোধ করা হয়েছে। কিন্তু আমাদের পূর্বসূরিদের মতো, যৌক্তিক দাবির পক্ষে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি এবং স্বৈরাচারী শাসকদের বাংলাদেশ থেকে উৎখাত করেছি।’

আরবি/এফআই

Link copied!