ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

‘সব জাতি-গোষ্ঠী মাতৃভাষার গুরুত্ব না বুঝলে এসডিজি অর্জন সম্ভব নয়’

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৬:৪০ পিএম
ছবি: সংগৃহীত

সব জাতি-গোষ্ঠী মাতৃভাষার গুরুত্ব না বুঝলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জিত হবে না। এছাড়া পৃথিবীর কোনো ভাষাকেই বিলুপ্ত হতে দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন,  জাতির মুক্তি সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালের আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। এটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন।

[35091]

তিনি আরও বলেন, আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি, যেখানে নিত্যনতুন প্রযুক্তি প্রধান ভূমিকা রাখছে। প্রযুক্তির প্রাধান্য সঙ্গেই ভাষার প্রাধান্য আসে। যে দেশের প্রযুক্তি বিশ্বে নেতৃত্ব দেবে, সেই দেশের ভাষার প্রতি বিশ্ববাসীর আগ্রহ বাড়বে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রযুক্তি ছাড়াও যেকোনো একটি দিক থেকে যদি কোনো জাতি নেতৃত্ব দিতে পারে, তবে সে দেশের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ বাড়বে।ইতিহাসকে কেন্দ্র করে ইউনেসকো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে বাংলাদেশ নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় এই দিনটিকে বিশেষ সম্মান প্রদান করা হয়।