মাতৃভাষা পদক পেলেন দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৮:১০ পিএম

মাতৃভাষা পদক পেলেন দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

এবারের আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠান।

পদকপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন- ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা ও ব্রিটিশ কবি জোসেফ ডেভিড উইন্টার। আর প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে প্যারিসে থাকা বাংলাদেশ দূতাবাস।

আজ শুক্রবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তাদের কাছে পদক তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকা কিংবা সমমূল্যের ডলার দেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের বিজয়ীদেরও সনদপত্র দেয়া হয়।

মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় এই পদক লাভ করেন অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা। রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ, বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ এবং প্রসারে ভূমিকা রাখায় পদকটি লাভ করেন ব্রিটিশ কবি জোসেফ ডেভিড উইন্টার।

আর প্রতিষ্ঠান হিসেবে প্যারিসে থাকা বাংলাদেশ দূতাবাস বাঙালির ভাষা সংগ্রামের ইতিহাসকে কেন্দ্র করে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রাপ্তিতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় এই পদক প্রদান করা হয়। দূতাবাসের পক্ষে প্রধান উপদেষ্টার কাছ থেকে পদক নেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাঙালির সংগ্রামের ইতিহাসকে স্বীকৃতি দিতে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দিয়েছে ইউনেস্কো। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থাটি এই স্বীকৃতি দেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!