‘রাতের ভোট’ হিসেবে তকমা পাওয়া ২০১৮ সালের বিতর্কিত সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তাদেরও ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেইসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।’
এরই মধ্যে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার।
ওই তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা ৪৩ জন সাবেক ডিসিকে গত বুধবার ওএসডি করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ২২ জন সাবেক ডিসিকে।
অভিযোগ আছে, ২০১৮ সালের আওয়ামী লীগকে একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে বিধিবহির্ভূতভাবে সহযোগিতা করেছিলেন পুলিশ ও প্রশাসন ক্যাডারের প্রভাবশালী এসব কর্মকর্তা।