‘গরমকালে স্যুট না পরলে কেউ আনস্মার্ট হয়ে যাবে না’

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০২:১১ পিএম

‘গরমকালে স্যুট না পরলে কেউ আনস্মার্ট হয়ে যাবে না’

ছবি: সংগৃহীত

আমরা জ্বালানি সংকটের মধ্যে রয়েছি। আমাদের  বিদ্যুতের অপচয় বন্ধ করতে হবে। এসির তাপমাত্রা কোনোভাবেই ২৫ এর নিচে নামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।  এ সময় গরমকালে স্যুট পড়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, গরমকালে স্যুট না পরলে কেউ আনস্মার্ট হয়ে যাবে না।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় এক ওয়ার্কশপে এ কথা বলেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায়ও এসির তাপমাত্রা ২৫ নির্দিষ্ট করেছে। দেশটিতে বিদ্যুতের কোনো অভাব নেই। কার্বন নিঃসরণ কমাতে দেশটিতে এই পদ্ধতি অবলম্বন করেছে। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি সংকট থেকে উত্তরণে আচরণ পরিবর্তন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অনেক চাপ থাকা সত্ত্বেও বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। আগে প্রতি বছর বছর বিদ্যুতের দাম বাড়ানো হতো।

আরবি/এসবি

Link copied!