ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

‘গরমকালে স্যুট না পরলে কেউ আনস্মার্ট হয়ে যাবে না’

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০২:১১ পিএম
ছবি: সংগৃহীত

আমরা জ্বালানি সংকটের মধ্যে রয়েছি। আমাদের  বিদ্যুতের অপচয় বন্ধ করতে হবে। এসির তাপমাত্রা কোনোভাবেই ২৫ এর নিচে নামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।  এ সময় গরমকালে স্যুট পড়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, গরমকালে স্যুট না পরলে কেউ আনস্মার্ট হয়ে যাবে না।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় এক ওয়ার্কশপে এ কথা বলেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায়ও এসির তাপমাত্রা ২৫ নির্দিষ্ট করেছে। দেশটিতে বিদ্যুতের কোনো অভাব নেই। কার্বন নিঃসরণ কমাতে দেশটিতে এই পদ্ধতি অবলম্বন করেছে। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি সংকট থেকে উত্তরণে আচরণ পরিবর্তন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

[34696]

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অনেক চাপ থাকা সত্ত্বেও বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। আগে প্রতি বছর বছর বিদ্যুতের দাম বাড়ানো হতো।