ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

সাউন্ড গ্রেনেড-জলকামানে রাস্তা ছাড়ল আউটসোর্সিং কর্মীরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৬:০৩ পিএম
ছবি: সংগৃহীত

চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করার পর বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা ছেড়ে দেয়। এরআগে তাদের রাস্তা থেকে সরাতে পুলিশ জলকামান ব্যবহার করে। এসময় কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে পুলিশ।

এরআগে দুপুর তিনটা থেকে  প্রেসক্লাবের সামনের সড়কটি অবরোধ করেন তারা। এতে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
সড়কে অবস্থান নিলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, ‘আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব।’

এসময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, ‘দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না।’