আওয়ামী লীগ সরকারের সাবেক আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আনিসুল হকের মুক্তি চাই পোস্টারে ছেয়ে গেছে আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এমন পোস্টার দেখা যায় আখাউড়ার বিভিন্ন এলাকায়। এসব পোস্টারের নিচে সৌজন্যে কসবা-আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন লেখা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার ও স্থলবন্দর এলাকার বিভিন্ন দোকানের দেয়ালে, বিদ্যুতের খুঁটিতে চার রঙা পোস্টার সাঁটানো হয়।
[35321]
আখাউড়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তার ফেইসবুকে লেখেন, আইনমন্ত্রীর কাছের লোক ও সুবিধাভোগীরা সেইফ জনে চলে গিয়ে কিছু সুবিধাভোগী বা কিছু ভাড়াটিয়া লোক দিয়ে রাতের আধারে আইনমন্ত্রীর মুক্তির দাবি জানিয়ে দেওয়ালে পোস্টার টানিয়ে এখন কি করতে চাচ্ছে বা এসব করে কি লাভ হবে? বরং কসবা-আখাউড়ার পরিবেশকে আরও উত্তাল করে দেওয়া হচ্ছে। এখনো যারা সাধারণ আওয়ামী লীগের কর্মী-সমর্থক এলাকায় কোনো রকম কৃষি কাজ, ব্যবসা-বাণিজ্য করে পরিবার চালাচ্ছেন, তাদের বাড়িছাড়া করার ব্যবস্থা হচ্ছে।
ইউনিয়ন যুবদলের সভাপতি আল আমিন বলেন, আওয়ামী লীগের দোসররা বিনা ভোটের আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টার লাগিয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি কে এগুলো লাগিয়েছে। আওয়ামী লীগের দোসরদের শক্ত জবাব দেওয়া হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আমরাও খবর নিচ্ছি।
[35324]
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, বিষয়টি অবগত হয়েছি। কে বা কারা এই পোস্টার লাগানোর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করতে পুলিশের একটি দল মাঠে কাজ করছে। যেই করে থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।