ইলন মাস্কের চার বয়সী ছেলে নিয়ে এবার তুলকালাম কাণ্ড। গত সপ্তাহে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে গিয়েছিলেন ইলন মাস্ক ও তার ছেলে।
এখানেই ঘটে আলোচ্য ঘটনাটি। হোয়াইট হাউস থেকে প্রকাশিত লাইভে দেখা যায়, মাস্কের ছেলে আঙুল বাকিয়ে নাক খোঁচাচ্ছেন। সেই আঙুল ওভাল অফিসের আইকনিক রেজোলিউট ডেস্কে ঘষছেন।
আর এমন ঘটনার পর ডেস্কটি পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মাস্কের এই বংশধরকে সবাই `এক্স` নামেই চেনে, পুরো নাম `X Æ A-12`। তার মা পপ তারকা গ্রিমস। সেদিন সরকারি দক্ষতা বিভাগের কাজ সম্পর্কে একটি যৌথ প্রশ্নোত্তর অধিবেশন চলাকালীন বাবা মাস্ক এবং ট্রাম্পের সাথে ওভাল অফিসে হাজির হয় সে।
ভিডিও ফুটেজে মাস্কের ছেলেকে বেশ চঞ্চল দেখা যায়। সে খুব বেশি কথা বলছিল, মাঝে মাঝে এদিক সেদিক যাচ্ছিল। এক সময় সে নাক খুঁচিয়ে সেই আঙুল ডেস্কে ঘোষছে, সেই সঙ্গে অন্যান্য স্থানে স্পর্শ করছে।
নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, প্রথম ১৯৬১ সালে জন এফ কেনেডি ডেস্কটি ব্যবহার করেছিলেন। পরে জিমি কার্টার, বিল ক্লিনটন, বারাক ওবামা এবং জো বাইডেনসহ প্রেসিডেন্টরা তাদের দায়িত্বে থাকাকালীন এটি ব্যবহার করেন।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ট্রাম্প একজন `জার্মোফোব` ব্যক্তি। ইলন মাস্কের ওই কাণ্ডের পর গত বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প জানান, তিনি রেজোলিউট ডেস্কটি অস্থায়ীভাবে আরেকটি ডেস্ক দিয়ে প্রতিস্থাপন করেছেন।
আপনার মতামত লিখুন :