পুলিশকে রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করার নির্দেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০১:৪৫ পিএম

পুলিশকে রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করার নির্দেশ

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশকে রাজনৈতিক দলের এজেন্ডা এবং অন্যায্য দাবী বাস্তবায়ন না করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পুলিশকে অবশ্যই জনগণের সেবা নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য কোনো ধরনের বিভাজন বা পক্ষপাতিত্ব পরিহার করতে হবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহীর সারদায় ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে প্রশিক্ষিত, সেবাধর্মী এবং মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। জনগণের আস্থা ও ভরসার প্রতীক হয়ে পুলিশকে ন্যায় প্রতিষ্ঠা এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি আরো উল্লেখ করেন, কোনোভাবেই পুলিশকে কোনো দলের কায়েমি স্বার্থে ব্যবহার করা যাবে না এবং পুলিশকে শুধুমাত্র আইন এবং ন্যায়ের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।

এছাড়া, তিনি পুলিশের প্রতি সমাজে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে কাজ করার আহ্বান জানান, যাতে জনগণ সেবা গ্রহণ করতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন।

আরবি/এফআই

Link copied!